About US

একটি মহতি উদ্দেশ্য নিয়ে গত ৭ ফেব্রুয়ারি 2010 রবিবার সন্ধ্যায় ৭ টায় মিলন মন্দিরে একটি সভা হয় । এই সভায় বিলাসপুরের প্রায় সমস্ত বাঙালি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।যেখানে সংগঠন নেই সেখানে থেকে পারাভিত্তিক প্রতিনিধিত্ব করেছেন। এই সভা ডাকার কারণ ছিল বিলাসপুরের সমগ্র বাঙ্গালীদের একটি সংগঠনের আওতায় এনে ঐক্যবদ্ধ করে একটি সংঘ শক্তির সুভারম্ভ করা। নিধিত্ব ছিল। এই উপলক্ষে এই উপলক্ষে একটি অন্তর্বর্তী সভা গঠিত হয়। যার কার্যকরী সমিতির মধ্যে থেকে পদাধিকারী নির্বাচিত হন। সভাপতি, সহ-সভাপতি, সচিব এবং কোষাধ্যক্ষ যথাক্রমে সর্বশ্রী মানবেন্দ্রনাথ চ্যাটার্জী, অখিল রঞ্জন ঘোষ, রঞ্জন কুমার সারখেল এবং বিবেক সেন। বাঙালি সংগঠন যেমন মিলন মন্দির, প্রগতি সংঘ, বিলাসপুর বাঙালি সমাজ, তোরওআ সমিতি, লেডিস ক্লাব, মহিলা সংগঠন, টিকরাপারা দুর্গাবাড়ি সমিতি, বান্ধব সমিতি ছাড়াও পাড়াভিত্তিক হেমুনগর,দেউরিখুর্দ রাজকিশোর নগর মোপকা বসন্ত বিহার নেহেরু নগর প্রভৃতি জায়গর প্রতিনিধিও নির্বাচিত হন। সভার বর্তমান মেয়াদ প্রয়োজন ও পরিবর্তন সাপেক্ষে দুই বছর। সভা একটি কর্মসূচি গ্রহণ করে।

১ ঐক্য ও মৈত্রী তত্ত্বের বন্ধনে সমস্ত বিলাসপুর বাঙ্গালীদের একত্রে সন্নিবদ্ধ করে একটি সংগঠন তৈরি করা।নাম দেওয়া হয় সেন্ট্রাল বাঙালি অ্যাসোসিয়েশন পরে এই নামই সংগঠনটি পন্জিকৃত হয়েছে।
২ এক টুকরো জমি সংগ্রহ করে একটি ভবন বা সদন তৈরি করা যেখানে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থাকবে এবং এখানে একত্র প্রতি বছর পহেলা বৈশাখ নববর্ষ ও বিজিয়া সম্মিলনী পালন করা হবে।
৩ সদস্যতা অভিজান চালিয়ে যত বেশি সম্ভব সদস্য ও সদস্যা তৈরি করা। মনে রাখতে হবে সদস্য শক্তিই আসল শক্তির উৎস। আমাদের প্রাথমিক তা হল সদস্যতা অভিজান এবং বিলাসপুরের মধ্যে বা সন্নিকটে জমির ব্যবস্থা করা।
১৫ এপ্রিল ২০১ বাংলা ১ লা বৈশাখ ১৪১৭ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ টায় স্থানীয় দীক্ষিত ভবনে সেন্ট্রাল বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আশানুরূপ উপস্থিতি না হলেও প্রচেষ্টাকে একেবারে ব্যর্থ বলা যায় না। ২১ শে সেপ্টেম্বর ২০১০ বুধবার স্থানীয় মন্ত্রী শ্রী অমর আগারওয়াল শ্রী প্রবীর সেনগুপ্ত পার্ষদ শ্রীমতি রাখি ঘোষ ও প্রাক্তন পার্ষদ শ্রীমতি পূর্তি ভরকে সম্মানীত করা হয়। মিলন মন্দির প্রাঙ্গনে। অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় বিবেকানন্দ উদ্যানে গত ১২ই জানুয়ারি ২০১১ বুধবার সকাল ৯’ টায় যৌবনের প্রতিকবস বীরপুরুষ বিবেকানন্দর জন্মদিন পালিত হয় অত্যন্ত উৎসাহে উদ্দীপনা ও ভাব গম্ভীর পরিবেশে। বিলাসপুরের প্রায় সব জায়গায় থেকেই দলে দলে বাঙালি এই অনুষ্ঠানে যোগদান করেন।
যুবশক্তি এবং প্রবীণ অভিজ্ঞ শক্তি যদি একযোগে কোন কার্য সম্পাদন করতে চায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় তা যে কত সুন্দর হতে পারে তার এক ঝলক পাওয়া যায় ২৩ শে জানুয়ারি ২০১১ বুধবার বাংলার সুসন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে। পূর্ব পরিকল্পনা অনুসারে একটি ভব্য় শোভাযাত্রা সী.এম.ডী. চক্ থেকে আরম্ভ হয়ে জুনা বিলাসপুর গোলবাজার সদর বাজার হয়ে প্রথমে বিবেকানন্দ উদ্যানে উপস্থিত হয়। পরে অন্যান্য দিক থেকে আসা শোভাযাত্রা সঙ্গে একত্র মিলিতে হয়ে সারকান্ডা নেতাজি ভর্তির পদক্ষেপে এক মহা সম্মেলনের রূপ গ্রহণ করে। বিলাসপুরের অন্যান্য সংগঠনের সঙ্গে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এই অনন্য অসাধারণ যোদ্ধাকে।
সেন্ট্রাল বাঙালি অ্যাসোসিয়েশন চারটে জুন বিভাগ করা হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটি অঞ্চলে আপনারা বাস করছেন তাদের নিয়ে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা এবং প্রোগ্রাম করা হয় আমাদের সংগঠনের অনেক প্রতিভাবান সদস্যরা নাচ-গান এবং নাটক বিভিন্ন মঞ্চে তার পরিবেশন করা হয় এবং অনেক উৎসাহ ভাবে আমাদের অনুষ্ঠান যেমন বর্ষবরণ বিজয় সম্মেলনে নেতাজী সুভাষচন্দ্র বোস জয়ন্তী বিবেকানন্দ স্বামীজীর জয়ন্তী এগুলো পালন করা হয়।
সংগঠনের সদস্যতা এখন 400 পার হয়েছে সবই সদস্য লাইফ মেম্বার আর তাদের নিয়েই আমাদের আগামী সব কাজগুলো সুষ্ঠুভাবে করা হয়।

Central Bangali Association Bilaspur is an amalgamation of all Bengali residents of Bilaspur who are associated with different social clubs and cultural organizations. CBA’s objective is to bring all Bengalis under one umbrella to foster unity, engage in social service, bring harmony thus ushering in an amalgamation of entire Bengali community in the area. Bengali community has a sizeable population in Bilaspur district and we Bengalis have thrived in peaceful co-existence with the local communities for past many decades. Many of us have made our mark in the society by excelling in our profession and vocation. CBA aims to be involved in multiple domains like care home for senior citizens, free education for needy students, health care, art, culture, basic hygiene and women empowerment. With the changing times, where new generation has to move out from Bilaspur for various career orientations, their old parents have to stay alone without the support of their next-gen. Being sensitive towards this ever spiraling issue of the society, CBA felt a need to build a care home where aging individuals can have dignified living with the support of community. With this objective, CBA has come up with an ambitious project of Anando Niktetan – care home for senior citizens. Apart from this, CBA has also embarked on a philanthropic venture branded as EduPro – an educational programme to cater to the needs of underprivileged students for who CBA runs free tuition classes on week-ends. The needy children studying in state government schools in the vicinity have immensely benefitted from this initiative with a peaking strength of 10+ students walking away with guidance from the seasoned teachers and mentors, immensely satisfied. CBA also organises various cultural programs on the occasion of Foundation Day, Netaji’s Birthday, Swami Vivekananda’s Birthday, Poila Boishaakh, Rabindra-Nazrul-__ Jayanti, Independence Day, Republic Day etc. to promote art and culture. CBA’s holistic vision is to bring harmony with the community around for peaceful existence.

Scroll to Top